ফোনের MB শেষ হলেই আপনার অজান্তে টাকা শেষ হয়ে যাচ্ছে এবার নিয়ে নিন সমাধান
আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি মিজানুর রহমান, Entechbd থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ! আশা করি Entechbd প্রতিটি পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে?
আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো ফোনের এমবি শেষ হলেই আপনার অজান্তে টাকা শেষ হয়ে যাচ্ছে এবার নিয়ে নিন সমাধান আপনার পারমিশন ছাড়া ১ টা পয়সাও কাটতে পারবে না।
তাহলে সাথে থাকুন শেষ পর্যন্ত ,
➥কথা না বাড়িয়ে কাজ এ চলে যাই।
ফোনের MB শেষ হলেই আপনার অজান্তে টাকা শেষ হয়ে যাচ্ছে। হ্যা এরকম আমারও হয় এরকম আমার যে কত টাকা শেষ হয়েছে তা আমার হিসাব নেই। মনে করুন 20 mb কিনলাম এবং balance এ আরও 30 টাকা ছিল এখন mb তো শেষ হলোই সাথে ব্যালেন্স এর টাকাও শেষ হয়ে গেল মানে আম ছালা দুটাই গেল।
তাই আজ আমি দেখাবো কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং mb শেষ হলেও আপনার একটা পয়সাও কাটবে না.
তো চলুন শুরু করা যাক।
যা যা প্রয়োজনঃ-
1] এই apps টি ডাউনলোড করুন:- data lock lite.apk
অথবা play store ওপেন করে data lock lite লিখে সার্চ করুন তাহলে এই apps টি প্রথমেই পাবেন ডাউনলোড করুন
2] ১ mb ইন্টারনেট
3] আর একটু সময়.
কাজের ধারাঃ-
1] উপরের লিংক থেকে প্রথমে apps টি ডাউনলোড করে install করে নিন
2] এরপর apps টি open করুন, apps টি open হলে নিচের ছবির মত আসবে এবং base plan নামে একটি অপশন দেখতে পাবেন তারপর base plan নামে অপশনে click করুন
3] তাহলে নিচের ছবির মত আসবে। তাহলে এখানে limit to বক্সে unlimited লেখা দেখতে পাবেন এবার unlimited বক্স এ click করুন
4] এবার নিচের ছবির মত আসবে, এবার আপনি limit to বক্সে আপনি কি পরিমান net ব্যবহার করতে চান সেটা লিখুন মানে হলো আপনি 10mb বা 20mb নেট কিনছেন এখন এটা limit to বক্সে 20 লিখুন এবার ok তে click করুন তারপর done এ click করুন ব্যাস কাজ শেষ.
এবার যখন আপনার 20mb শেষ হয়ে যাবে তখন automatic ডাটা কানেকশন off হয়ে যাবে.
তো পেয়ে গেলেন আপনার সমস্যার সমাধানটি
এবার enjoy করুন এবং বন্ধুদের সাথে post এর লিংক শেয়ার করুন.
➥সকল প্রকার টিপস পেতে Entechbd সাথে থাকুন।
আশা করি আপনাদের ভাল লেগেছে…।
ধন্যবাদ সবাইকে…
ধন্যবাদ সবাইকে…
সবাই ভালো থাকবেন ধন্যবাদ
আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ
0 Comments