[YouTube Vanced] Watch All YouTube Videos Without Ads for Free-ইউটিউব ভিডিও দেখুন এডস এর ঝামেলা ছাড়া বিনামূল্যে
YouTube– ইউটিউব হলো অনলাইন ভিডিও দেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। বিশ্বের কোটি কোটি মানুষ ইউটিউব ব্যবহার করে। তবে মাঝে মাঝে এখানে প্রচুর বিরক্তিকর এড দেখায় এবং তা আমাদের মূল্যবান সময় নষ্ট করে, এবং অতিরিক্ত এমবি খরচ এর কারণ হয়ে দাঁড়ায়।
আমি জানিনা, যারা এই পোস্ট পড়ছেন তাদের মধ্যে কয়জন পছন্দ করে ইউটিউবের বিরক্তিকর এড দেখা|
ভিডিও দেখার শুরুতে বা মাঝে হঠাৎ একটি এড চলে আসা সত্যিই যন্ত্রনাদায়ক, যা আপনি আর আমি ভালই বুঝি| তাছাড়া আরেকটি সমস্যা এই যে ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালু রাখা যায় না|
তাই এসব ঝামেলা থেকে মুক্তি পেতে একটা সমাধান অবশ্যই প্রয়োজন| তো সমস্যাটার একটা সহজ সমাধান আপনাদের শিখিয়ে দেয়ার উদ্দেশ্যই আমার এই পোস্ট শুরু করছি|…
Youtube Vanced – ইউটিউব ভ্যান্সড হলো ইউটিউবের জনপ্রিয় মোডেড সংস্করণ । এতে আছে বিল্ট-ইন অ্যাডব্লকিং, ইউটিউব প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক, ডার্ক থিম এবং আরও অনেক সুবিধা।
1st Step:(১ম ধাপ)
এই দুটি এপ ডাউনলোড করুন-(এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পাবেন না তাই নিচের দেয়া গুগোল ড্রাইভ লিংক ক্লিক করে এপটি ডাউনলোড করে নিন)
১/YouTube Vanced Premium[Drive-size:63.61mb]
২/Vanced MicroG[Drive-size:11.14mb] (ইউটিউব একাউন্টে লগইন করার জন্য এই অ্যাপটি ইন্সটল করতে হবে।)
2nd Step:(২য় ধাপ)
এপ দুটি ইনস্টল করার পর YouTube Vanced App টি ওপেন করুন|
3rd Step:(৩য় ধাপ)
এবার উপরের ডান পাশের আইকন(icon) এ ক্লিক করে , +Add Account এ ক্লিক করুন এবং নতুন পেইজে আপনার ইমেইল এবং এর পরের পেইজে পাসওয়ার্ড দিয়ে ঢুকে যান | আর উপভোগ করতে থাকুন এড মুক্ত এবং ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালু রাখার সুবিধা সহ প্রিমিয়াম ইউটিউব সুবিধা সমূহ!
তাছাড় YouTube Vanced এপটির আরো সুবিধা:
- সর্বাধিক স্বয়ংক্রিয়-সক্ষম ভিডিও রেজোলিউশন।
- স্ক্রিন এ টাচ করে ভিডিওর সাউন্ড বাড়ানো ও কমানো যাবে |
- স্ক্রিন এ টাচ করে ভিডিওর ব্রাইটনেস বাড়ানো ও কমানো যাবে |
- গতি সম্পাদনা এবং ভিডিও সামগ্রী সামঞ্জস্য করার ক্ষমতা।
- ডার্ক মোড বা থিম।
- ভিডিওর স্পিড বাড়ানো কমানো সুবিধা।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। ভালো লাগলে শেয়ার করতে, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।
0 Comments