জাভা ইউজাররা দেখে নিন কি করলে আপনার অপেরাতে কেউ কপি পেষ্ট করতে পারবে না।

আসসালামু আলাইকুম,

আশা করি প্রিয়
ট্রিকবিডিবাসির সবাই ভালো
আছেন।আমিও আল্লাহর
রহমতে আর আপনাদের
দোয়ায় ভালো আছি।

প্রিয়
ট্রিকবিডির জন্য আজকে একটা পোষ্ট
লেখতে বসলাম।জানি না
আপনাদের কেমন লাগবে…..??

যদি পোষ্টটি পছন্দ হয়
তাহলে অবশ্যই পোষ্টে
লাইক ও কমেন্ট করবেন।
আজকের পোষ্টটা মূলত
জাভা ইউজারদের জন্য।

আমার আগের পোষ্টা নিচে থেকে দেখুন।

এখানে দেখুন

আমি অনেক দিন থেকেই অপেরামিনি মোড 4.20 নিয়ে লেখছি।আজও এটা নিয়েই একটা পোষ্ট থাকছি।আজকে জাভা ইউজারদের দেখাবো কি করলে তাদের কপি, পেষ্ট ও লিখে রাখা টেমপ্লেটগুলো অন্য কেউ ফোন নিয়ে অপেরাতে ঢুকলেও দেখতে পাবে না।আবার সে খুব সহজেই কপি ও পেষ্ট করতে পারবে।আর টেমপ্লেটগুলোতেও লেখতে পারবে।

এই পোষ্টটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে।পোষ্টে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।যাই হোক তাহলে শুরু করা যাক………..
প্রথমেই বলে রাখি এর জন্য লাগবে
অপেরামিনি মোড 4.20 বা
4.21 মোড . আশা করি সকলের
কাছেই আছে।তাই আর
লিংক দিলাম না তারপরও
যদি না থাকে তাহলে
এখান থেকে
ডাউনলোড করে নিন।

আর সকলের কাছেই আমার
একটা অনুরোধ পোষ্টের
শেষে দেওয়া আমার ছোট্ট
সাইট থেকে ঘুরে আসবেন।

এখন সকলেই আপনাদের
অপরেমিনিতে প্রবেশ করুন।
দেখুন নিচের স্ক্রিনশটের
মতো আসবে….

এরপর মেনু (menu) থেকে tools
লেখায়
ক্লিক করুন..

এরপর Settings এ যান।

এরপর 3 নাম্বারে থাকা text লেখায় ক্লিক করুন।

এরপর যে পেইজে যাবেন, সেখান থেকে একেবারে শেষে চলে যান।নিচের মতো দেখবেন…….
এরপর দুইটা লেখা থাকবো, copy/past commands in ‘edit>’ sub-menu ও other features commands ie ‘more>’ sub-menu. এগুলো আনমার্ক করা থাকবো।আপনি এইগুলো নিচের মতো মার্ক করে দিবেন।ব্যস শেষ…..
এরপর আপনারা Save করে দেন।তাহলেই হয়ে যাবে।এখন আপনি ছাড়া আর কেউ কপি পেস্ট আর আপনার লেখা টেপপ্লেটগুলো দেখতে পারবে না।আর যদি এগুলো না করতে চান তাহলে আনমার্ক করে দিবেন।


এবার প্রশ্ন হলো, “আপনি Copy, Paste & Templates এইগুলো অতি সহজে কোথায় পাবেন? ”

তাহলে এখন আপনি যেখানে লেখালেখি করেন, সেখানে যান। এখন দেখুন নিচের মতো More> আর Edit> লেখা থাকবো।

এবার more এ গেলে templates,clear etc অপশন পাবেন.

আর edit লেখাতে গেলে mark, copy and past অপশনগুলো পাবেন।আজ তাহলে এখানেই বিদায় নিলাম।আবার নতুন কিছু আসছে, খুব শীঘ্রই।

please visite my site
সকলকেই ধন্যবাদ, আমার সাইটটাতে ঘুরে একটা একাউন্ট খুলুন।






The post জাভা ইউজাররা দেখে নিন কি করলে আপনার অপেরাতে কেউ কপি পেষ্ট করতে পারবে না। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/3irkVM6
via

Post a Comment

0 Comments