কেমন হয় যদি আপনার নরমাল কীবোর্ডে ৪০০০ টাকার মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড এড করা যায়?
অনেকেই কিন্ত এই জোস সাউন্ডের জন্য ৪০০০ টাকা খরচ করে মেকানিক্যাল কীবোর্ড কিনে থাকেন । আজ আমি এই ফিচারটা একদম ফ্রীতে কিভাবে আপনার
কীবোর্ডে অ্যাড করবেন সেটা দেখাবো ।
তো তার জন্য আমাদের Mechbives সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এবং সামান্য কাজ করে নিতে হবে ।
তো চলুন কাজ শুরু করা যাক… ( আপনাদের সুবিধার্থে নিচে ভিডিও এড করা আছে )
স্টেপ-১ ঃ নিচে থেকে Mechvibes সফটওয়্যারটি ডাউনলোড করুন অথবা এখান থেকেও করতে পারেন ।
Windows, Mac, Linux সব ওএস এর ভার্সন দেওয়া হলো, আপনি 64 bit ইউজার হলে ৬৪ বিট ডাউনলোড করুন, আর ৩২ বিট হলে ৩২ বিট ।
Windows
Windows 7 or later, 64bit version only
Mac
64bit MacOS version only
Linux
স্টেপ-২ঃ ডাউনলোড করার পর নেক্সট নেক্সট করে ইন্সটল করে নেন, এটা আমরা ভালোই পারি
স্টেপ-৩ ঃ এখন Set থেকে যেকোনো একটা সাউন্ড সেট করে নিন যেটা আপনার ভালো লাগে এবং Volume ১০০ করে ক্রসে ক্লিক করেন, ব্যাস এবার টাইপ করুন আর এঞ্জয় করুন হাইপ
যদি বুঝতে কোনো সমস্যা হয় নিচের ভিডিওটি দেখতে পারেনঃ
The post আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/3mZgLdD
via
0 Comments